চট্টগ্রাম ব্যুরো

  ০৯ নভেম্বর, ২০১৮

অটোরিকশা চোর চক্রের হোতা রফিক গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের হোতা রফিককে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে নগরের পাহাড়তলী থানার ডিটি রোডের লাকী হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রফিক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার সাইদুল হকের ছেলে। তার বিরুদ্ধে সদরঘাট, খুলশী, হালিশহরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চোর চক্রের হোতা রফিককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি এ পর্যন্ত অন্তত দুই হাজার সিএনজি অটোরিকশা চুরি করেছে। এ চক্রের সদস্য মনির, তার স্ত্রী, শ্যালকসহ কয়েকজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন।

তিনি বলেন, চক্রটি সিএনজি অটোরিকশা চুরি করে মালিকের কাছ থেকে অটোরিকশা ফেরত দেওয়ার নামে টাকা দাবি করে। বিকাশে টাকা নেওয়ার পর এক জায়গায় সিএনজি অটোরিকশা রেখে ফেরত দেন মালিককে। গাড়ির ডকুমেন্টস রেখে দিয়ে ফের টাকা দাবি করে এবং ডকুমেন্টস বাবদ দ্বিতীয় দফায় টাকা আদায় করে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অটোরিকশা,চোর,রফিক,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close