reporterঅনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর, ২০১৮

বিমানবন্দরে সোনার বারসহ ৩ যাত্রী আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫টি সোনার বারসহ সৌদি আরব ফেরত ৩ যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা ৫টি সোনার বারের ওজন ৫৮০ গ্রাম।

জব্দকৃত সোনার মূল্য প্রায় ২৯ লাখ টাকা। বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকন্ডি গ্রামের শহর আলীর ছেলে রিপন মিয়া, নরসিংদী সদরের কালাই গোবিন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মনির হোসেন এবং মুন্সিগঞ্জ সদরের কাজী হাবিব উল্লাহর ছেলে মাসুম বিল্লাহ। এসব সোনা তাদের কোমরের বেল্টে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হয়েছিল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটক,সোনার বার,শাহজালাল বিমানবন্দর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close