reporterঅনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর, ২০১৮

বেনাপোলে আড়াই কোটি টাকার সোনা জব্দ

ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যমানের ৪০ পিস সোনার বার জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এ সময় সজিব হোসেন নামে ২২ বছর বয়সী এক চোরাচালানিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সকাল ৯টায় বিশেষ কায়দায় শরীরে করে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতার সজিব যশোরের শার্শা উপজেলার বাগআচড়া সাত মাইল এলাকার রেজাউল হোসেনের ছেলে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের বারোপোতা সীমান্ত দিয়ে বিপুল সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলসহ সজিবকে গ্রেফতার করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৪০টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা এসব সোনার মূল্য আড়াই কোটি টাকা বলে বিজিবি জানায়। সজিবকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযেছে। এছাড়া সোনাগুলো বেনাপোল কাস্টমসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনার বার,বেনাপোল,বিজিবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close