ঝিনাইদহ প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০১৮

বিকাশ অ্যাপসের মাধ্যমে প্রতারণা : আটক ৫

ঝিনাইদহে বিকাশ অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৫ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— শহরের মহিষাকুন্ডু এলাকার মৃত আকামত মিয়ার ছেলে রাজু আহমেদ (২৯), আর্যনারায়ণপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে আকিদুল মন্ডল (২০), হাবিবুর শেখের ছেলে তালিপ শেখ (২০), আল আমিন (২২) ও মৃত সিদ্দিক মন্ডলের ছেলে সাব্বির হোসেন (১৮)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের বিভিন্ন এলাকায় বিকাশ অ্যাপসের মাধ্যমে সহজ-সরল মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। রাতে ওই চক্রের একজন সদস্য শহরের চাকলাপাড়া এলাকার একটি দোকানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজু নামের একজনকে আটক করা হয়। পরে তার তার স্বীকারোক্তি মোতাবেক আটক করা হয় আরও ৪ জনকে।

চক্রটি বিকাশ অ্যাপসে সাধারণ গ্রাহকদের ফোন নাম্বার দিয়ে তাদের কাছ থেকে কোড সংগ্রহ করে টাকা হাতিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিকাশ,অ্যাপস,প্রতারণা,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close