নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০১৮

নাগরপুরে ইলিশ ধরার অপরাধে ৮ জনের কারাদণ্ড

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরেও ইলিশ মাছ আহরণ, বহন ও বিপণন বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চর সলিমাবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা শাহীন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার অংশ নেন। এ সময় ১০ মন ইলিশ মাছ ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ইলিশ মাছ ধরার অপরাধে ৮ জনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মাছ কেনার অপরাধে বিভিন্ন জনকে আট হাজার দুইশ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেওয়া ছাড়াও জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউএনও আসমা শাহীন বলেন, ইলিশ মাছের প্রজননের জন্য ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এই সময়ে যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ করেন তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। নিষেধাজ্ঞার সময় পর্যন্ত প্রতিদিনই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাগরপুর,ইলিশ,কারাদণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close