চট্টগ্রাম ব্যুরো

  ১৬ অক্টোবর, ২০১৮

চট্টগ্রামে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরে অস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কদমতলী মালী কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খায়রুল হক মোল্লা রনি (২৬), তানভীর ইসলাম শুভ (২০) ও মো. আরিফ (২২)। এদের মধ্যে আরিফের এ পা নেই। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ, এক হাজার ৭০টি ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, গত ১০ বছর আগে আরিফের ডান পা ট্রেনে কাটা পড়ে। এরপর থেকে সে বরিশাল কলোনীর মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত হয়ে সিন্ডিকেটের সোর্স হিসেবে কাজ শুরু করে। গত কয়েক মাস আগে বরিশাল কলোনী থেকে মাদক নির্মূল করার পর সে নিজেই প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে ষ্টেশনে গোপনে মাদক বিক্রি করে আসছিল।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বলেন, মাদক স্পট হিসেবে কুখ্যাতি পাওয়া বরিশাল কলোনীতে ফের মাদক ব্যবসা চালু করার পরিকল্পনায় যুক্ত তিনজনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার তিনজন ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,অস্ত্র,মাদক,গ্রেফতার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close