reporterঅনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর, ২০১৮

জঙ্গি আস্তানা ঘিরে অপারেশন ‘গর্ডিয়ান নট’

নরসিংদীর মাধবদী ও শেখেরচরে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে শুরু হয়েছে সোয়াটের অপারেশন ‘গর্ডিয়ান নট’, একটি বাড়ির দিক থেকে পাওয়া গেছে গুলির শব্দ। পুলিশ সোমবার রাতে ওই বাড়ি দুটি ঘিরে ফেলার পর সকালে আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়; ৫০০ গজের মধ্যে জারি করা হয় ১৪৪ ধারা।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও র‌্যাব সদস্যরা দুটি এলাকা ঘিরে রেখেছেন। দুই জায়গাতেই উপস্থিত রয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি ও চিকিৎসকদল। সোয়াট সদস্যরা অভিযান শুরুর প্রস্তুতি নেয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে শেখেরচরের ভগিরথপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানার দিক থেকে গুলির শব্দ পাওয়া যায়।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত কয়েক দফা গুলির শব্দ শুনতে পান দূরে অবস্থান নিয়ে থাকা সংবাদকর্মীরা। এই অভিযানের মধ্যেই ভগিরথপুরে উপস্থিত হন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী। তিনি জানান, সোয়াটের এই জঙ্গিবিরোধী অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন গর্ডিয়ান নট।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গর্ডিয়ান নট,নরসিংদী,জঙ্গি আস্তানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close