reporterঅনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর, ২০১৮

৭ কেজি সোনাসহ মালয়েশীয় নাগরিক আটক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত কেজি সোনাসহ চ্যান গি কিয়ং (৪৭) নামে এক মালয়েশীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও শুল্ক বিভাগের সদস্যরা। রোববার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। এসময় বিমানবন্দরের ১১ নম্বর বোর্ডিং ব্রিজে থাকা মালিন্দো এয়ারে করে চ্যান গি কিয়ং আসেন। তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। পরে তার শার্টের নিচে স্যান্ডো গেঞ্জির ভেতরে একটি জ্যাকেট পাওয়া যায়। ওই জ্যাকেটের মধ্যে সাতটি ছোট ছোট পকেট থেকে কার্বন পেপারে মোড়ানো হলুদ টেপ দিয়ে প্যাঁচানো সাতটি সোনার বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রতিটি বারের ওজন এক কেজি করে। আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এ ঘটনায় কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে চ্যান গি কিয়ংকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনা,মালয়েশীয়,নাগরিক,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close