চট্টগ্রাম ব্যুরো

  ০৬ অক্টোবর, ২০১৮

অস্ত্রসহ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকা থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ সাইফুল ইসলাম (২৩) নামে হত্যা মামলার এক প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাঙ্গুনিয়া উপজেলার চাঞ্চল্যকর উকিল আহাম্মদ হত্যা মামলার প্রধান আসামি ডাকাত সাইফুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। সে পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ রাঙ্গুনিয়া থানায় চারটি মামলা রয়েছে।

শনিবার তার কাছ থেকে বিভিন্ন ধরনের ১০টি অস্ত্র এবং ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি বিভিন্ন ধরনের পিস্তল, পাঁচটি এলজি বন্দুক ও পাইপগান রয়েছে। পুলিশ সুপার বলেন, সাইফুলের বাড়ি দুর্গম পাহাড়ি এলাকায়। সে জঙ্গলের ভেতরে আত্মগোপন করেছিলো। বারবার অবস্থান পরিবর্তনের কারণে গত আড়াই বছর ধরে অনেকবার চেষ্টা করেও তাকে আমরা ধরতে পারিনি। এর মধ্যে আমরা তার কাছ থেকে অস্ত্র কেনার ফাঁদ পাতি। সে অস্ত্র বিক্রিতে রাজি হয়। এরপর তার বাড়ির আশপাশে ঘিরে ফেলে কৌশলে তাকে গ্রেফতার করা হয়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অস্ত্র,হত্যা মামলা,আসামি,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close