চট্টগ্রাম ব্যুরো

  ০১ অক্টোবর, ২০১৮

চট্টগ্রামে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— মিয়ানমার মন্ডু কেয়ার পাড়ার রশিদ আহমদের ছেলে সাদেক হোসেন (২২) ও বলি বাহার হাতি বাজার রফিকের ছেলে আনোয়ার সাদেক (১৮)।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় লোহাগাড়া থানার একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা পাচারকারীকে আটক করে।

লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটক ২ পাচারকারী মিয়ানমারের নাগরিক। তারা দেড় বছর ধরে মিয়ানমার মন্ডু হতে পালিয়ে এসে কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন। ইয়াবাগুলো তারা কক্সবাজার থেকে টাকার বিনিময়ে চট্টগ্রামে জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অনুপ্রবেশকারী আইনে মামলা রুজু করা হয়েছে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,ইয়াবা,রোহিঙ্গা,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close