নীলফামারী প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

অস্ত্রসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ চিহিৃত মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে নীলফামারীর ডোমার উপজেলা শহরের ছোট রাউতা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে তাদেরকে ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুস সালাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- ডোমার উপজেলা শহরের ছোট রাউতা গ্রামের মৃত. রিয়াজুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৫) ও মিজানুর রহমানের স্ত্রী রুপা বেগম(৩৫)।

অভিযানকালে ১টি দেশীয় ওয়ান স্যুটারগান, ১ রাউন্ড কার্তুজ, ৫ বোতল ফেনসিডিল ও ১ বোতল মদ উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল হুদা জানান, আসামিরা দীর্ঘদিন ধরে কৌশলে অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিলো। বিভিন্ন থানায় মিজানের বিরুদ্ধে ১৩টি এবং রুপার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অস্ত্র,মাদক ব্যবসায়ী,দম্পতি,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close