reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

মিরপুরে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আসাদুল নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়ায় এ ঘটনা ঘটে। র‍্যাবের দাবি, নিহত যুবক মাদক কারবারি ছিলেন।

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও ১০৫২ পিস ইয়াবা, চার কেজি গাঁজা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

র‍্যাব সূত্রে জানা গেছে, গতকাল রাতে র‍্যাব-২ এর একটি টহল দল মিরপুর বেড়িবাঁধ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আসাদুলসহ সাত–আটজনের একটি দল বেড়িবাঁধের বিরুলিয়া সেতুর এক পাশে অবস্থান করছিল। তারা সবাই মাদক কারবারি। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং আক্রমণ করে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলি শেষে একজনের লাশ পাওয়া যায় আর অন্যরা পালিয়ে যায়।

নিহত যুবকের পকেটে একটি কার্ড পাওয়া যায়। সেখানে তার নাম আসাদুল বলে জানা যায়। এ ছাড়া এ ঘটনায় র‌্যাবের দুইজন সদস্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মিরপুর,র‌্যাব,বন্দুকযুদ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close