reporterঅনলাইন ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

শাহজালালে আড়াই কেজি সোনা জব্দ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসকিউ ৪৪৬ বিমানের একটি ফ্লাইট থেকে ২৫ পিস সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত সোনার ওজন দুই কেজি ৫০০ গ্রাম। এর মূল্য প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহাজালাল বিমানবন্দর থেকে সোনার এই চালান আটক করা হয়।

গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে সিঙ্গাপুর থেকে রাত ১০টা ৪০ মিনিটে আগত এসকিউ ৪৪৬ বিমানে করে সোনা এসেছে এবং তা জিপারের প্যাকেটে লুকায়িত অবস্থায় কার্গো শাখায় আছে।

পরে প্যাকেটগুলো জব্দ করে দুই কেজি ৫০০ গ্রাম সোনার বার পাওয়া যায়। আটককৃত সোনার বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,শুল্ক গোয়েন্দা,সোনার বার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close