reporterঅনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর, ২০১৮

শাহজালালে ফের ১৩৫ কেজি এনপিএস জব্দ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও নতুন মাদক হিসেবে পরিচিত ১৩৫ কেজি এনপিএস জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে জেট এয়ারওয়েজের একটি বিমানে আসা ১৩৫ কেজি এনপিএস জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ। সোমবার দুপুরে ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রোববার বিকেলে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের তথ্য মতে জানা যায়, বিমানবন্দর কার্গো ইউনিটের ভেতরে ফরেইন পোস্ট অফিসের মাধ্যমে বেশ কয়েকটি সন্দেহভাজন কার্টুন এসেছে। ওইসব কার্টুনে ১৩৫ কেজির মতো এনপিএস আছে বলে জানা যায়। ওইসব কার্টন জব্দ করে আজ খুললে ভেতরে এনপিএস পাওয়া যায়।

তিনি আরো বলেন, ইথিওপিয়া থেকে এনপিএস এর চালানটি ভারত হয়ে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোববার দুপুরে ঢাকায় আনা হয়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর এনপিএসের দ্বিতীয় চালান ঢাকা কাস্টমস হাউজ জব্দ করে। তখন ১৬০ কেজি নতুন মাদক এনপিএস মেলে। গত ৩১ আগস্ট দেশে প্রথম এনপিএসের চালান হিসেবে ৮৬১ কেজি জব্দ করা হয়েছিল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এনপিএস,নতুন মাদক,শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,কাস্টমস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close