পাবনা প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

সাংবাদিক নদী হত্যা মামলার আসামি মিলন গ্রেফতার

আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘জাগ্রত বাংলার’ সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদী হত্যা মামলার অন্যতম আসামি মিলনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামসুজ্জামান মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি সুবর্ণা নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মাসিউটিক্যালস (ইউনানি)-এর ব্যবস্থাপক।

র‌্যাব-১২ এর অধিনায়ক উইং কমান্ডার আব্দুল আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে পুরান ঢাকার আরমানিটোলা থেকে সাংবাদিক সুবর্ণা নদী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মিলনকে গ্রেফতার করা হয়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাংবাদিক নদী,হত্যা মামলা,গ্রেফতার,আসামি মিলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close