reporterঅনলাইন ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

বন্দুকযুদ্ধে ব্লগার বাচ্চু হত্যার ২ আসামি নিহত

শাহজাহান বাচ্চু হত্যার প্রতিবাদে ঢাকায় কমিউনিস্ট পার্টির কর্মসূচি (ফাইল ছবি)

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে শ্রীনগর উপজেলার কেসি রোড়ে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহতরা ব্লগার শাহজাহান বাচ্চু হত্যা মামলার আসামি কাকা ওরফে শামীম ও একলাস।

মুন্সীগঞ্জের ডিআইওয়ান মো. নজরুল ইসলাম জানান, জঙ্গিদের আগমনের খবর পেয়ে ভোরে শ্রীনগর উপজেলার কেসি রোড়ে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে দুই মোটরসাইকেল আরোহীকে থামার সঙ্কেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিতে তাদের মৃত্যু হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

গত ১১ জুন সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের পূর্ব কাকালদী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শাহজাহান বাচ্চু (৬০)। দুটি মোটরসাইকেলে এসে তাকে গুলি করার পর দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাচ্চু একটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শাহজাহান বাচ্চু,বন্দুকযুদ্ধ,ব্লগার,বাচ্চু হত্যা,মুন্সীগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close