চট্টগ্রাম ব্যুরো

  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

শাহ আমানতে ৬ কেজি সোনা জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৬ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। বুধবার সকালে এসব সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে একটি উড়োজাহাজে করে মাসকট থেকে আসেন গিয়াস উদ্দিন। তার ব্যাগ তল্লাশি করে ৪৫টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৫ কেজি ২৫০ গ্রাম। এরপর সকাল সাড়ে ৭টায় দুবাই থেকে আসা আরেকটি উড়োজাহাজের যাত্রী রবিউল হাসানের কাছ থেকে ৭১২ গ্রাম সোনার পাত জব্দ করা হয়।

শাহ আমানত বিমানবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, পৃথক ঘটনায় প্রায় ৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এসব সোনার বাজারমূল্য ২ কোটি ৫৬ লাখ টাকা। পৃথক ঘটনায় আটক হয়েছেন দুজন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনার বার,শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর,শুল্ক গোয়েন্দা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close