রাজবাড়ী প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০১৮

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে নিহত ১

রাজবাড়ীর কালুখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মতিন মন্ডল নামে একজন নিহত হয়েছে। তিনি উপজেলার সাওরাইল ইউনিয়নের বিস্কৃট মন্ডলের ছেলে। পুলিশের দাবি, মতিন মন্ডল চরমপন্থি স্বজল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সাওরাইল ইউনিয়নের জামালপুর রব মাস্টারের আমবাগানে তারা মিটিং করছে। এই সংবাদের ভিত্তিতে কালুখালী থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ অবস্থায় মতিনকে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ ওই স্থান থেকে ১টি ওয়ান সুটার গান, ২টা দেশীয় রাম দা, একটি শট গানের তাজা কার্তুজ, ১০ কাতুর্জের খোসা উদ্ধার করে।

তিনি আরও জানান, মতিন মন্ডলের বিরুদ্ধে থানায় হত্যাসহ ৩টি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্দুকযুদ্ধ,রাজবাড়ী,অপরাধ,গোলাগুলি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close