জামালপুর প্রতিনিধি

  ২৮ আগস্ট, ২০১৮

ওজনে কম, বেকারি মালিককে জরিমানা

জামালপুরে ওজনে কম দেওয়া ও খুচরা বিক্রয় মূল্য স্পষ্টভাবে উল্লেখ না করার অপরাধে স্থানীয় একটি বেকারির মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা স্যানেটারী পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলার রশিদপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ইমরামুল হক এসময় দোকান মালিক রাজ মাহমুদকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক প্রতিদিনের সংবাদকে জানান- ‘পণ্যের ওজন, উপাদান এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য স্পষ্টভাবে উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায় ব্যবসায়ী রাজ মাহমুদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

পিএসডিও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওজনে কম,বেকারী,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close