reporterঅনলাইন ডেস্ক
  ২৫ আগস্ট, ২০১৮

মাগুরায় বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

মাগুরার সদর উপজেলার রাউতড়া গ্রামের ইটভাটা এলাকায় লুটের টাকা ভাগাভাগি নিয়ে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ২ ডাকাত সদস্য নিহত হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বন্দুকের গুলি ও রামদা উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, শিবাদুল ইসলাম শিবা (৪৫) ও কামাল হোসেন (৩৫)। প্রতিপক্ষের গুলিতে তারা নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

নিহত শিবাদুল ইসলাম শিবা মাগুরা সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শাহাদত হোসেনের পুত্র। তার নামে বিভিন্ন থানায় ডাকাতি ও সহিংসতার ৮ টি মামলা রয়েছে। অন্যদিকে কামাল যশোরের নরসিংহপুর গ্রামের নুরুন নবী মোল্যার ছেলে। তার নামে ডাকাতির মামলা রয়েছে ৫টি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাত তিনটার দিকে লুটের টাকার ভাগাভাগি নিয়ে মাগুরা সদরের রাউতড়া ইটভাটা এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের গুলিতে শিবাদুল ইসলাম শিবা ও কামাল হোসেন নামে ২ ডাকাত নিহত গুলিবিদ্ধ হয়। মাগুরা সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে গুলিবিদ্ধ ওই ২ জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড বন্দুকের গুলির খোসা ও ৪টি রামদা উদ্ধার করেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্দুকযুদ্ধ,ডাকাত নিহত,মাগুরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close