reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০১৮

পাবনায় ভেজাল ওষুধ তৈরির কারখানার সন্ধান

পাবনার আতাইকুলায় ভেজাল যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে আতাইকুলা থানা পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, দুর্গন্ধময় ঘরের মধ্যে নোংরা বালতিতে পানি, রঙ ও এক ধরণের যৌন উত্তেজক পাউডার এজেন্ট দিয়ে তৈরি হচ্ছে টাইগার, ডাবল হর্স ও জিনসিন প্লাস লিকুইড ওষুধ। যা কিনা বাজারজাত হচ্ছে যৌন উত্তেজক ওষুধ হিসেবে। গোপন এ সংবাদে শনিবার বিকেলে পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলামের নেতৃত্বে এসআই শাহাজুল, নাজমুল ও সঙ্গীয় ফোর্সসহ আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল যৌন উত্তেজক পানীয় এবং এটি তৈরির যন্ত্রপাতি ও কাঁচামালসহ তিন জনকে আটক করে।

আটককৃতরা হলো—কাওছার, বনগ্রাম মাস্টারপাড়া, রানা (২৬), রঘুনাথপুর ও খোকা (৪৫), রঘুনাথপুর কলেজপাড়া। আতাইকুলা থানা অফিসার্স ইনচার্জ মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যৌন উত্তেজক ঔষধ,পাবনা,আতাইকুলা থানা,ভেজাল ওষুধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close