reporterঅনলাইন ডেস্ক
  ০৯ আগস্ট, ২০১৮

বিমানবন্দরে ২২টি স্বর্ণের বারসহ ভারতীয় যাত্রী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক যাত্রীর কাছ থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ১টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারলাইনসের টিজি৩৩৯ ফ্লাইট থেকে বিমানবন্দরে নামার পর ওই যাত্রীকে আটক করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ওই ভারতীয় যাত্রীর নাম— আরশাদ আয়াজ আহমেদ (৪৬)। তিনি কলকাতায় বাসিন্দা বলে জানা গেছে।

ঢাকা কাস্টমস হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী জানান, স্বর্ণের ওজন ১২ কেজি ৩০০ গ্রাম। এর বাজারমূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা।

তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে টিজি৩৩৯ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর আরশাদ আয়াজ আহমেদকে আটক করা হয়। পরে তাকে শুল্ককর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তা অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ২২টি স্বর্ণের বার পাওয়া যায়।

আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারতীয় যাত্রী,আটক,স্বর্ণের বার উদ্ধার,শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close