reporterঅনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট, ২০১৮

৯২ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ৩ ব্যাংকার গ্রেপ্তার

জালিয়াতি করে ৯২ কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের ৩কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সোনালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মানিক চন্দ্র মণ্ডল, ব্যাংকটির খুলনা প্রিন্সিপাল অফিসের বর্তমান এজিএম মো. সিরাজুল ইসলাম এবং দৌলতপুর শাখার সাবেক কর্মকর্তা অজিত কুমার সরকার।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পরের যোগসাজশে মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের অনুকূলে ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সোনালী ব্যাংক থেকে ৪৯ কোটি ৬২ লাখ ১৪ হাজার ২৩৭ টাকা ঋণ নেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নেওয়া ওই অর্থ সুদে-আসলে দাঁড়িয়েছে ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা।

এ ঘটনায় গত বছরের ২৬ সেপ্টেম্বর মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। এরইপ্রেক্ষিতে দুদক তাদের গ্রেপ্তার করেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুদক,ব্যাংকার গ্রেপ্তার,জালিয়াতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist