আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী

  ২৪ জুলাই, ২০১৮

বালিয়াডাঙ্গীতে বৃষ্টিতে ভিজে অভিযান, কারেন্ট জাল জব্দ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নে বৃষ্টিতে ভিজে অভিযান চালিয়ে ৫০টিরও বেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অফিস।

সোমবার বিকাল সাড়ে ৪টার পর ভানোর ইউনিয়নের তেলীরবিল নামক এলাকায় এ অভিযান শুরু করেন বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে এ অভিযান রাত ১০টা পর্যন্ত চলে।

শাহাদাৎ হোসেন প্রতিদিনের সংবাদকে বলেন, ভানোর ইউনিয়নের তেলীরবিল নামক এলাকায় অবৈধ কারেন্ট জাল দিয়ে দেশি প্রজাতির মাছ শিকার করছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ৫০টিরও বেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করে উপজেলা মৎস্য অফিসে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে অবৈধ কারেন্ট জালগুলো ধ্বংস করা হয়। এর আগে গত শুক্রবার লাহিড়ী বাজারে অভিযান চালিয়ে ২৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন এ মৎস্য কর্মকর্তা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বালিয়াডাঙ্গী উপজেলা,কারেন্ট জাল,ঠাকুরগাঁও
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist