লালমনিরহাট প্রতিনিধি

  ২০ জুন, ২০১৮

আলোর পথে ফেরার অঙ্গিকার : ২১ পলাতক মাদক বিক্রেতার আত্মসমার্পন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক কারবার ছেড়ে আলোর পথে ফিরে আসার অঙ্গিকার দিয়ে ২১ মাদক বিক্রেতার আত্মসমার্পন করেছে। বুধবার বিকেলে আদিতমারী থানা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি পুলিশ সুপার এসএম রশিদুল হকের হাতে অঙ্গিকার নামা দিয়ে আত্মসমার্পন করেন তারা।

আত্মসমার্পণকারীরা হলেন, উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল এলাকার আব্দুল হাই(৬৫), মধুপুরের মতিয়ার রহমান মতি(৬৪), একই গ্রামের জয়নাল আবেদীন(৬৬), আবুল হোসেন(৪২), জনু মিয়া(২৩), মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের জিন্নাত আলী (৩৮), দক্ষিণ বালাপাড়া গ্রামের দুলু মিয়া(৩৬), রবিউল ইসলাম(৩৬), রিয়াজ উদ্দিন(৩৮),এমদাদুল হক(৪০), মাহাতাব আলী(২৫),শাহজাহান আলী(৩৮), হারুন মিয়া(৩২),সামছুল হক(৩৮), আব্দুস সোবহান(৪৫), ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের আইয়ুব আলী(৪৩), জরিপ আলী(২৬), আনিছুর রহমান(৩৮), মুকুল হোসেন(৪৫), বড় কমলাবাড়ি গ্রামের আলী হোসেন(৫৫) ও আদিতমারী উত্তরপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক(৬৭)।

আত্মসমার্পনকারীদের উদ্দেশ্যে প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ভাল হয়ে থাকলে পৃথিবীর সব চেয়ে কাছের বন্ধু হব। আবার আগের পথে গেলে চরম শত্রু হব আমি। অন্যের ছেলের মুখে বিষ তুলে দিয়ে নিজের ছেলেকে মধু খাওয়ানো মাদক ব্যবসায়ীরা ছাড় পাবে না। রাষ্ট্র তাদের দায়িত্ব নিবে না।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান বলেন, যারা আজ আলোর পথে ফিরেছেন তারা প্রয়োজন মনে করলে তাদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকলম্পসহ সরকারী বিভিন্ন পুনবাসন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হবে। এজন্য তিনি জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানার সভাপতিত্বে আত্মসমার্পন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার( এ সার্কেল) সুশান্ত সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি আব্দুল হাকিম, সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম ও আত্মসমার্পনকারী মতিয়ার রহমান প্রমুখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আত্মসমার্পন,মাদক বিক্রেতা,অঙ্গিকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist