পাবনা প্রতিনিধি

  ০৪ জুন, ২০১৮

নারী প্রতারক চক্রের ৭ সদস্য আটক

পাবনা শহরের বিভিন্ন বিপনি বিতান এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করেছে পাবনা ফাঁড়ির পুলিশ। আটককৃতরা হলো নুরজাহান (২৫), সালমা (২২), নাসিমা আকতার (১৯), তহুরা বেগম (২২), পারুল (২০), পুতুল (৪২) ও আসমা (৩২)। এদের বাড়ি ব্রাম্মনবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় বলে নিশ্চিত করেছেন পুলিশ।

পাবনা পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়, পাবনার ঈদ বাজারে বিভিন্ন শপিংমলে নারী প্রতারকচক্রের দল বেধে ঢুকে পড়ছে। এরা কোন দোকানে ঢুকে ২/১ জন কাপড় কেনার ছলে একের পর এক কাপড়, থ্রিপিচ ইত্যাদি দেখতে থাকে। দোকানী যখনি কাপড় তাক থেকে পাড়তে যায় সেই ফাকে ক্রেতাবেশী চক্রের একজন পাশে দাঁড়িয়ে থাকা আরেকজনের কাছে কাপড় দিয়ে দেয়। মুহুর্তেই নিপুনভাবে সে কাপড় পাশের কোন এক বোরকার মধ্যে গায়েব হয়ে যায়। এভাবেই চলতে থাকে এক দোকান হতে আরেক দোকান। আবার কখনো ভোলাভালা ক্রেতা দেখে তাকে কৌশলে ঘিরে ধরে ৪/৫ জন মিলে। এর মধ্যে একজন গোপনে ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা, মোবাইল সহ যা পায় হাতিয়ে নেয়। গোপন এ সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির সদস্যরা সিভিলে গতকাল সোমবার দুপুরে শহরের বিভিন্ন শপিংমলে অভিযান চালিয়ে নারী প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করে।

পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনার ঈদ বাজারে পকেটমারসহ বিভিন্ন প্রতারক চক্র ও অপরাধী চক্রের অপতৎপরতা রুখতে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে ঈদকে সামনে রেখে ১০ জনের একটি দল দেশের বিভিন্ন এলাকার বিপনি বিতানে ঘুরছে এবং বোরকা পড়ে বাজারে মিশে গেছে। দুদিন আগে তারা কুষ্টিয়া থেকে এসেছে।

সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আসাদুজ্জামান জানান,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারী প্রতারক,চক্র,আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist