পাবনা ও বেড়া প্রতিনিধি

  ২৮ মে, ২০১৮

পাবনায় বন্দুকযুদ্ধে র্শীষ সন্ত্রাসী ইজ্জত আলী নিহত

পাবনার বেড়ায় পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আওয়ামী লীগ ক্যাডার পুলিশের তালিকাভূক্ত র্শীষ সন্ত্রাসী ইজ্জত আলী (২৮) নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে বেড়া সিঅ্যান্ডবি-নাকালিয়া সড়কের তেঘড়ি পুলিশ বক্সের অদুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছে। এ সময় ৪ কনস্টেবল আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটার গান, ৪ রাউন্ড গুলি, এক কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে। নিহত ইজ্জত উপজেলার হাটুরিয়া পূর্বপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।

বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টার দিকে বেড়া সিঅ্যান্ডবি-নাকালিয়া সড়কের তেঘড়ি পুলিশ বক্সের অদুরে সন্ত্রাসীরা সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বেড়া থানার সিনিয়র এসআই (ওসি তদন্ত) মোঃ মাসুম বিল্লার নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পালটা গুলি করে। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইজ্জত আলীকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছে। ইজ্জত আলী পুলিশের তালিকাভূক্ত র্শীষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেড়া থানায় হত্যা, চাঁদাবাজী, ছিনতাই, ডাকাতি ও অপহরণের ১৩ মামলা রয়েছে।

এদিকে ইজ্জত আলী নিহতের খবর জানাজানির পার হাটুরিয়া, জগন্নথপুর, পেঁচাকোলা ও নাকালিয়ার শত শত মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে। এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাবনা,বন্দুকযুদ্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist