পিরোজপুর প্রতিনিধি

  ২১ মে, ২০১৮

পিরোজপুরে যুদ্ধাপরাধ মামলার ৫ আসামি গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে যুদ্ধাপরাধ মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে ভাণ্ডারিয়া উপজেলায় আসামিদের নিজ বাড়ি থেকে পিরোজপুর ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ।

গ্রেফতারকৃতরা হলেন— জেলার ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের ফজলুল হক হাওলাদার (৭৫), আব্দুল মান্নান হাওলাদার (৭৪), আজহার আলী হাওলাদার ওরফে আজু মুন্সি (৮৮), আশরাফ আলী হাওলাদার (৬৭) ও ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের মো. মহারাজ হাওলাদার ওরফে হাত কাটা মহারাজ(৬৮)। এছাড়া এ মামলার অন্যতম আসামি আমির হোসেন হাওলাদার ও নূরুল আমিন হাওলাদার ।

স্থানীয়রা জানায়, আমির হোসেন হাওলাদার দীর্ঘদিন ধরে পলাতক আছেন। তবে নূরুল আমিনকে ধরার জন্য রেড দেয়া হয়েছিল কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে নূরুল আমিন পালিয়ে যায়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দায়ের করা মামলায় যুদ্ধাপরাধ অভিযোগের আসামিদের সকালে ভান্ডারিয়া থেকে গ্রেফতার করা হয়। আমির হোসেন ও নূরুল আমিনকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যহত আছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ অক্টোবর পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভাণ্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ বালা এ মামলাটি দায়ের করেন। মামলায় আসামীদের বিরুদ্ধে হেতালিয়া,পশুরবুনিয়া,বোতলা এলাকায় বাড়িঘর পোড়ানো,ধর্ষণ ও লুটপাটের অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা বদরুল আলম।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুদ্ধাপরাধ,পিরোজপুর,আসামি গ্রেফতার,যুদ্ধাপরাধ মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist