reporterঅনলাইন ডেস্ক
  ২০ মে, ২০১৮

নিউমার্কেটে ফাস্টফুড দোকানে অভিযান, জরিমানা ও দণ্ড

পচা ফ্রাইড রাইস, পচা মাংস, পচা চিংড়ি, নুডুলস, ফ্রেঞ্চ ফ্রাই, আম, আপেল, সসের সন্ধান

রাজধানীর নিউমার্কেটে কয়েকটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে পচা ফ্রাইড রাইস, পচা মাংস, পচা চিংড়ি, নুডুলস, ফ্রেঞ্চ ফ্রাই, আম, আপেল, সসের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

এসব খাবার বিক্রির দায়ে ৮টি ফাস্টফুড দোকানকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠান থেকে ৮ জনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে নিউ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চালানো হয় —ক্যাপিটাল ফাস্টফুড, ওয়েস্টার্ন ফুড, অ্যারোমা ফুড, কিং ফুড, ক্যাপিটাল ফুড, আল-আমিন ফুড, সৈকত ফুড, ক্যাপ্রি ফুড, ফুড পার্কে। সবগুলো দোকান থেকে বাসি খাবার জব্দ করা হয়। দোকানিরা স্বীকার করেন তারা সুকৌশলে ক্রেতাদের পুরনো বাসি খাবার খাইয়ে থাকেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ৮ রেস্টুরেন্টকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও আটক কর্মচারীদের দণ্ড দেন।

অভিযান শেষে সংবাদ ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, জরিমানার টাকা দোকান মালিকদের পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধ না করলে ও রেস্টুরেন্ট মালিকদের পাওয়া না গেলে দোকানগুলো সিলগালা করে দেওয়া হবে। এছাড়া ৮ কর্মচারীর প্রত্যেককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ সম্পর্কে নিউমার্কেটে দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন বলেন, দোকান মালিক সমিতির কঠোর মনিটরিং থাকার পরও যারা পচা-বাসি খাবার ক্রেতাদের খাওয়ায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

রাজধানীর নিউ মার্কেটের মতো মার্কেটে ফাস্টফুডের নামে এ ধরনের পচাবাসি, দুর্গন্ধময় খাবার বিক্রি অপরাধের শামিল বলেই মন্তব্য করেছে প্রত্যক্ষদোষী ও উৎসুক জনতা। ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযানকেও সাধুবাদ জানান তারা।​

অভিযানে ডিএমপি’র পক্ষে এসি ডিবি (দক্ষিণ) শামসুল আরেফিন ও ট্রাফিক ইন্সপেক্টর মো. গিয়াসউদ্দিন ফারুকী নেতৃত্ব দেন। এছাড়া মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন ও কোষাধ্যক্ষ মো. জুম্মন এ সময় উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিউমার্কেট,ভ্রাম্যমাণ আদালত,অভিযান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist