রাজশাহী ব্যুরো

  ১৬ এপ্রিল, ২০১৮

ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা আদায়, যুবক আটক

চলতি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলা থেকে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃতের নাম রনি সরকার (২০)। রনি চারঘাটের রাওথা গ্রামের কালাম সরকারের ছেলে। গত রোববার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব-৫ এর একটি দল। পরে সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরীক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্ন সরবরাহ করছিলেন রনি। এর বিনিময়ে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছিলেন টাকা। তার ব্যাপারে তথ্য পেয়ে র‌্যাব তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ১৪টি সীমকার্ড, একটি মেমোরী কার্ড, দুটি কার্ড রিডার, একটি সিপিইউ, একটি মনিটর ও প্রশ্নপ্রত্র বিক্রির নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতার পর তাকে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলাও করা হয়েছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভুয়া প্রশ্নপত্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist