reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০১৮

পানের নিচে দেড় কোটি টাকার বিদেশি মুদ্রা

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ পাউন্ড, দিরহাম এবং রিয়ালসহ মো. জফুর উদ্দিন (৩২) নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে শুল্ক গোয়েন্দারা তাকে আটক করে। আটক বিদেশি মুদ্রা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।

জফুর উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ জাঙ্গাইল গ্রামের নুরুজ্জামানের ছেলে।

ওসমানী বিমানবন্দর শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জফুর উদ্দিনের লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ ব্রিটিশ পাউন্ড, দুবাইয়ের দিরহাম এবং সৌদি রিয়াল জব্দ করা হয়েছে। তার লাগেজে কচুর লতি ও কাঁচা পানের মধ্যে লুকিয়ে এসব মুদ্রা পাচার করা হচ্ছিল।

তিনি আরও জানান, জফুর ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইট এফ জেড ৫৯৬ এর যাত্রী ছিলেন। তার বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মহানগরের এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পানের নিচে,দেড় কোটি টাকা,বিদেশি মুদ্রা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist