reporterঅনলাইন ডেস্ক
  ০৬ এপ্রিল, ২০১৮

বিউটিকে ধর্ষণ-হত্যা : আদালতে বাবুলের স্বীকারোক্তি

বহুল আলোচিত স্কুলছাত্রী বিউটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি বাবুল মিয়া। আজ শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় বাবুল এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের পরিদর্শক ওহিদুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি এর বেশি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করে সব জানাবেন। প্রসঙ্গত চাঞ্চল্যকর এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে শায়েস্তাগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জাকির হোসেনকে হবিগঞ্জ পুলিশ লাইনে অপসারণ করেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা।

এর আগে ৩১ মার্চ শনিবার সিলেটের বিয়ানীবাজার থেকে বাবুলকে গ্রেফতার করেন সিলেট র‌্যাবের অতিরক্তি পুলিশ সুপার মনিরুজ্জামান। পরে ১ এপ্রিল আদালত রুবলের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারও আগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী বিউটি আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবুলের শ্বশুর আব্দুল কাদির (৫০), খালা জহুর চাঁন বিবি (৬০) ও খালাত বোন ঝুমা আক্তারকে (২০) জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

জানা যায়, গত ১৭ মার্চ সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে স্কুলছাত্রী বিউটির মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় ওইদিনই বিউটিকে হত্যা ও ধর্ষণের অভিযোগে তার বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল মিয়াসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই প্রেক্ষিতে ২১ মার্চ বাবুলের মা কলম চাঁন ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ইসমাইলকে আটক করে পুলিশ।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বীকারোক্তি,আদালত,বাবুল,বিউটিকে ধর্ষণ-হত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist