reporterঅনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল, ২০১৮

ফারমার্স ব্যাংকের এমডিসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ১৭ জনের মধ্যে ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, তার স্ত্রীও রয়েছেন। আরও আছেন এ কে এম শামিম (এমডি অ্যান্ড সিইও, উত্তরা শাখা), আব্দুল মোতালেব পাটোয়ারী (ডিএমডি), গাজী সালাউদ্দিন (এসইভিপি), মো. জাহাঙ্গীর আলম মজুমদার (ইভিপি), জিয়া উদ্দিন আহমেদ (এসভিপি), মো. লুৎফুল হক (ভিপি), মো. মনিরুল হক (ভিপি), মো. তাফাজ্জল হোসেন (এফভিপি), মোহাম্মদ শামসুল হাসান ভুইয়া (এভিপি), মাহবুব আহমেদ (এইও) ও মোহাম্মদ জাকির হোসেন (ইও)।

গ্রাহকরা হলেন- মাহবুবুল হক চিশতী, রোজি চিশতী, রাশেদুল হক চিশতী, মাজেদুল হক চিশতী, রিমি চিশতী ও ফারহানা আহমেদ। তাদের মধ্যে মাহবুবুল হক চিশতী ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। ঋণ বিতরণে একাধিপত্যের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতিও দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

ফারমার্স ব্যাংকের শাখা এখন ৫৪টি দুদকের উপপরিচালক মো. সামছুল আলম এক বিজ্ঞপ্তিতে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাত, ওই টাকায় অবৈধ সম্পদ অর্জন এবং নামে-বেনামে বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। অত্র অভিযোগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ সপরিবারে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুতরাং অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাক্তিদের বিদেশ গমণ রহিতকরণ একান্ত প্রয়োজন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের এসবি শাখার অতিরিক্ত মহাপরিচালককে অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ঋণ কেলেঙ্কারির কারণে প্রতিষ্ঠার ৪ বছর না পেরুতেই ধুঁকছে ফারমার্স ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব ছাড়তে হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরকে।

জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির ‘কোটি কোটি টাকা আত্মসাতের পর তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টায়’ রয়েছেন বলে দুদকের সন্দেহ। সেই কারণে আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে ইমগ্রেশন কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা চেয়ে এ চিঠি দেয়া হয়েছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশত্যাগে নিষেধাজ্ঞা,ফারমার্স ব্যাংক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist