reporterঅনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল, ২০১৮

ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ঠাকুরগাঁও সদর উপজেলা ২৯ মাইল নামক এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধেে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ডিবি পুলিশের ৪ সদস্যও আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক খোকন(৩৬), কনস্টেবল এনামুল হক (৪২), আব্দুল মমিন (৩৫) ও জামাল (২৮)। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ডাকাতির জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। খবর পেয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে ১৪/১৫ জনের ডাকাত দল পিছু হটে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়।

এদিকে জেলা পুলিশ সুপার ফারহাত আহম্মদ জানিয়েছেন, সংবাদ সম্মেলন করে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডাকাত,পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ,ডাকাত নিহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist