reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মার্চ, ২০১৮

সিলেট ওসমানী বিমানবন্দরে ২ কোটি টাকার সোনা আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ২ কোটি টাকা মূল্যের সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ শনিবার সকালে বন্দর কাস্টমসের তত্ত্বাবধায়ক ফজলুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, আজ সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ থেকে এগুলো উদ্ধার করা হয়। বেলা পৌনে ১২টার দিকে উড়োজাহাজটি দুবাই থেকে এসে অবতরণ করে বলেও উল্লেখ করেন তিনি। ফজলুর রহমান বলেন, যাত্রীরা নেমে যাওয়ার পর তল্লাশি চালানো হয়। ২৮/সি নম্বর সিটের নিচে স্কচস্টেপ মোড়ানো অবস্থায় ৪০টি বার পাওয়া গেছে। এর ওজন ৪ কেজি ৬০২ গ্রাম। দাম প্রায় ২ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনা আটক,ওসমানী বিমানবন্দর,সিলেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist