reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০১৮

বৃদ্ধা মাকে মারধর, স্ত্রীদের নিয়ে কারাগারে ৩ ছেলে

৭০ বছরের বৃদ্ধ মাকে মারধরের ঘটনায় ৩ ছেলে ও তাদের স্ত্রীদের ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানার আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিম একেএম নাসিরুদ্দিন। জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার তিনি এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ওই বৃদ্ধার তিন ছেলে নুর উদ্দিন, নুর হোসেন ও নুর ইসলাম এবং পুত্রবধূ পারভীন আক্তার, শামীম আক্তার ও ডেইজি আক্তার। রায় ঘোষণার পর ছয় জনকে কারাগারে পাঠানো হয়।

বাদী পক্ষের আইনজীবী হাবিবুর রহমান আজাদ বলেন, ‘২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি মধ্যম হালিশহর বাকের আলী টেক এলাকায় বৃদ্ধা রওশন আরা বেগমকে মারধরের ঘটনায় এই রায় দিয়েছে আদালত। হালিশহর এলাকার বাড়ির অংশ ৩ ছেলেকে না দেওয়ায় বৃদ্ধাকে মারধরের অভিযোগে ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম আদালতে হত্যা চেষ্টার মামলা হয়। একই বছরের ৩০ ডিসেম্বর পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃদ্ধা মা,মারধর,কারগার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist