reporterঅনলাইন ডেস্ক
  ২২ মার্চ, ২০১৮

‘স্টার সানডে’ উদযাপনের টাকা জোগাতে গারো মা-মেয়েকে খুন

আসন্ন ‘স্টার সানডে’ উদযাপনের টাকা জোগাতে গারো মা-মেয়েকে খুন করেছে সঞ্জীব ও তার বন্ধুরা। এক মাস আগে সঞ্জীব ও তার তিন বন্ধু মিলে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

গত ২০ মার্চ রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে শিশু মালঞ্চ স্কুল রোডে ক-৫৮ নম্বর বাড়ির চতুর্থতলার সুজাতা চিরান (৪০) ও তার মা বেসেত চিরান (৬৫)-কে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় বুধবার (২১ মার্চ) রাতে অভিযান চালিয়ে শেরপুরের নালিতাবাড়ি থেকে হত্যার মূল পরিকল্পনাকারী সঞ্জীব চিরান (২১), তার বন্ধু রাজু সাংমা ওরফে রাসেল (২৪), প্রবিন (১৯) ও শুভ চিসিম ওরফে শান্ত (১৮)-কে গ্রেফতার করে র‌্যাব-১।

সংবাদ সম্মেলনে কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘হত্যাকারীরা ঘটনার পর শেরপুরের নালিতাবাড়িতে ফিরে যায়। তারা আত্মগোপন করতে অবৈধপথে পাশের কোনও দেশে যাওয়ার পরিকল্পনাও করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাদের গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত একটি বাস কাউন্টারের পেছন থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।’

মুফতি মাহমুদ খান বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, সঞ্জীবের খালা নিহত সুজাতার পরিবারের সবাই চাকরীজীবী। তাই তাদের কাছে ৫/৬ লাখ টাকা থাকতে পারে। মূলত ওই টাকা চুরি করে তাদের আসন্ন ধর্মীয় উৎসব (ইস্টার সানডে) উদযাপন করতে চেয়েছিল সঞ্জীব ও তার বন্ধুরা ।

তিনি বলেন, ‘এ কারণেই পরিকল্পনা অনুযায়ী গত ১৯ মার্চ সঞ্জীব, শান্ত ও প্রবিন ঢাকায় আসে এবং কুড়িলে তাদের আরেক বন্ধু রাজুর সঙ্গে দেখা করে। রাজুর বাসায় স্থান-সংকট থাকায় উত্তরায় তাদের আরেক বন্ধুর বাসায় রাতযাপন করে। পরের দিন সকালে সঞ্জীব, শান্ত ও প্রবিন কুড়িলে রাজুর সঙ্গে দেখা করে পরিকল্পনার কথা তাকে জানায়। পরে রাজুর বাসা থেকে একটি ছোরা নিয়ে কালাচাঁদপুরে সুজাতাদের বাসায় যায় তারা।

প্রথমে রাজু ও প্রবিন ওই বাসায় গিয়ে সুজাতা, তার মেয়ে মায়াবী ও তার মা বেসেতকে দেখে ফিরে এসে সঞ্জীবকে জানায়। এরপর আসামিরা ৫/৬ ঘণ্টা বাইরে ঘোরাঘুরি করে।

র‌্যাব কর্মকর্তা জানান, ‘পরে বিকাল তিনটার দিকে সঞ্জীবসহ তার বন্ধুরা সুজাতার বাসায় প্রবেশ করে। সেখানে হালকা নাশতা খাওয়ার পর সঞ্জীব তার খালা সুজাতাকে ২০০ টাকা দেয় এবং দেশি মদ আনতে বলে। তখন সুজাতার মেয়ে মায়াবী তার কর্মস্থলে চলে যায়। পরে সবাই মিলে মদ পান করে। সুজাতা মদ্যপ হয়ে বিছানায় পড়ে যান।

সঞ্জীব ও তার বন্ধুরা তখন চুরির প্রস্তুতি নেয়। এ সময় সুজাতার মা বেসেত (সঞ্জীবের নানী) বাসায় আসেন। এতে চুরির কাজ বাধাগ্রস্ত হয়। পরে তারা ক্ষিপ্ত হয়ে বেসেত চিরানকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। পরে পাশের ঘরে বেহুঁশ থাকা সুজাতার ওপর সঞ্জীব চড়ে বসে। রাজু মুখে বালিশচাপা দিয়ে ধরে। এরপর সঞ্জীব ছোরা দিয়ে শরীরে ও গলায় আঘাত করে।

এরপর ঘরে খোঁজাখুঁজি করে টাকা না পেয়ে আসামিরা উত্তরায় ফিরে আসে। পরে সেখান থেকে নালিতাবাড়িতে চলে যায়।

আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্টার সানডে,উদযাপন,গারো মা মেয়ে,খুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist