বাগেরহাট প্রতিনিধি

  ১২ মার্চ, ২০১৮

প্রকাশ্যে পুলিশকে মারধর করে পালালো মাদক বিক্রেতারা

বাগেরহাটের মোল্লাহাটে মাদক বিক্রেতারা মারধর করে দুই পুলিশ সদস্যকে আহত করে পালিয়ে গেছে। সোমবার সকালে মোল্লাহাট উপজেলা সদরের হাসপাতালের মোড়ে মাদক বিক্রেতাদের ধরতে গেলে মাদক বিক্রেতারা প্রকাশ্য দিবালোকে ওই দুই পুলিশ সদস্যকে মারধর করে পালিয়ে যায়। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পুলিশ এটাকে মারধর নয়, মাদক বিক্রেতাদের ধরতে গেলে তাদের ধাক্কায় পুলিশ সদস্যরা সামান্য আহত হয়েছেন বলে দাবি করেছে। পুলিশ ওই মাদক বিক্রেতাদের পরিচয় সনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। আহতরা হলেন, মোল্লাহাট থানায় কর্মরত সহকারি উপ পরিদর্শক (এএসআই) রাসেল রানা এবং কনস্টবল পুলক বিশ্বাস।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, সোমবার সকাল দশটা থেকে সাড়ে দশটার দিকে মোল্লাহাট থানার দুই পুলিশ সদস্য হাসপাতাল মোড়ে আসেন। এসময় তারা চার পাঁচ যুবকের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে থাকেন। হঠাৎ করে ওই যুবকরা চড়াও হয়ে দুই পুলিশ সদস্যকে এলোপাথিাড়ি চড় থাপ্পড়,কিল ঘুষি দিয়ে ফেলে দ্রুত সরে পড়ে। পরে সেখানে গিয়ে আমরা জানতে পারি এরা নাকি ইয়াবা বিক্রেতা ছিল। এদের ধরতে এসে পুলিশের ওই দুই সদস্য তাদের হাতে মারধরের শিকার হয়েছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম খায়রুল আনাম বলেন, চার পাঁচ যুবক হাসপাতালের মোড়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারি উপ-পরিদর্শক রাসেল রানা একজন কনস্টবল পুলক বিশ্বাসকে সাথে নিয়ে তাদের ধরতে যায়। এসময় ওই অজ্ঞাত চার পাঁচ যুবক কিছু বুঝে ওঠার আগেই পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। ওদের ধাক্কায় দু’জন সামান্য ব্যাথা পেয়েছেন। পুলিশ বা স্থানীয়রা এদের কাউকে চিনতে পারেনি। তাদের নাম পরিচয় সনাক্ত করে তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। পুলিশের কাজে বাঁধাদানের অভিযোগে ওদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুলিশকে মারধর,মাদক বিক্রেতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist