মাজহারুল ইসলাম মিশু, হালুয়াঘাট

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৮

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে, আটক ১

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগে মোজাম্মেল (২৮) নামে একজনকে হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মনিকুড়া গ্রাম থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে আটক করে থানা পুলিশ। আটককৃত মোজাম্মেল নরসিংদী জেলার মনোহরদি থানার মহিষকান্দা গ্রামের মানিক মিয়ার পুত্র।

এ ঘটনায় হালুয়াঘাট থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা দায়ের করেন, যার নং-৮।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৩ জানুয়ারি দিবাগত রাতে মোঃ শামছুল হক নামে ফেইসবুক আইডি থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে অশ্লীল মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত ব্যাক্তি প্রকাশ করেন। এ ঘটনায় মোজাম্মেল এর ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করেন থানা পুলিশ।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধানমন্ত্রী,বিকৃত ছবি,ফেসবুক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist