কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০১৮

সাড়ে ৬ লাখ মিটার কারেন্ট জালসহ ৩০ মন জাটকা আটক

কলাপাড়ার সাড়ে ৬ লাখ মিটার কারেন্ট জালসহ ৩০ মন জাটকা আটক করা হয়েছে। রোববার দুপুরে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড রামনাবাদ নদীতে অভিযান চালিয়ে ফেলাবুনিয়া যাত্রীবাহী লঞ্চ এমএল বরকত থেকে এসব মাছ আটক করে। আর রামনাবাদ নদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ লক্ষ ১০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছ পায়রা বন্দর স্থানীয় এতিমখান, মাদ্রাসাসহ দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড রামনাবাদ কন্টিজেন্ট কমান্ডার মো.দেলোয়ার হোসেন জানান, নিয়মিত অভিযান চলাকালীন সময়ে রামনাবাদ নদে কারেন্ট জাল জব্দ করার সময় যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকা আটক করা হয়। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, আটকৃত মাছ পায়রা বন্দর এলাকাসহ কলাপাড়া পৌর শহরের এতিমখানা ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাটকা,কারেন্ট জাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist