কুষ্টিয়া প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০১৮

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মহিষাডাঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তহিদুল (৪০) নামের এক ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি পিস্তল, ১টি বন্দুক, ১টি গাছকাটা করাত, বেশ কিছু মোটা দড়ি। এ ঘটনায় আহত হয়েছে পুলিশের দুই সদস্য। বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত তহিদুল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কদমদী গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গায় মহাসড়কে গাছের সাথে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের একটি টিম সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনায় অজ্ঞাত এক ডাকাত গুলিবিদ্ধ হলে পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, বন্দুকযুদ্ধের এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এস আই মো. রাশেদুল ইসলাম, কনস্টেবল আহাদুল ইসলাম আহত হয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি পিস্তল, ১টি বন্দুক, ১টি গাছকাটা করাত ও মোটা দড়ি । নিহত তহিদুল এর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist