তানজিম ইসলাম, দোহার (ঢাকা)

  ০১ ফেব্রুয়ারি, ২০১৮

প্রতিদিনের সংবাদ অনলাইনে খবর প্রকাশের পর

নুরুল্লাহপুর মেলায় অশ্লীল নৃত্যের মঞ্চ ভেঙ্গে দিল প্রশাসন

ঢাকার দোহার উপজেলায় “নুরুল্লাহপুর মেলায় অশ্লীল নৃত্য প্রর্দশন, ঝুঁকছে এসএসসি পরীক্ষার্থীরা” শিরোনামে বুধবার সন্ধ্যায় দৈনিক প্রতিদিনের সংবাদের অনলাইনে সংবাদ প্রকাশের পর পরই খবরটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। ঘন্টাখানেকের মধ্যেই সংবাদটি ভাইরাল হয়ে যায়। লাইক, কমেন্ট এবং শেয়ারে ঝড় উঠে ব্যাপক আকারে। শুরু হয় সমালোচনা।

বিষয়টি প্রশাসনের নজরে এলে রাতে ভ্যারাইটি শো চলাকালীন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট (ইউএনও) কে.এম. আল-আমীন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি মাহবুবুর রহমান, দোহার থানা ওসি সিরাজুল ইসলাম শেখ, ওসি (তদন্ত) মো.ইয়াসিন মুন্সি প্রমুখ।

এসময় আদালত ভ্যারাইটি শোর তিনটি মঞ্চ ভেঙ্গে দেন এবং ঘটনাস্থলে ভ্যারাইটি শোর পরিচালক সিরজন মোল্লা (৬২) কে পাওয়া গেলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৬০ সালের ২৯৪ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত শিরজন মোল্লা উপজেলার কুসুমহাঁটি ইউনিয়নের মৃত মকবুল মোল্লার ছেলে।

মাহবুবুর রহমান টিপু নামে স্থানীয় এক বাসিন্দা প্রতিদিনের সংবাদকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর আগেও প্রতিদিনের সংবাদ দোহারের বেশ ভাল ভাল কয়েকটি খবর ছাপিয়েছে যা পরবর্তীতে আমাদের সাধারণ জনগনের উপকারে এসেছে। আমি একজন পাঠক হিসেবে আশা করবো ভবিষ্যতে প্রতিদিনের সংবাদ আমাদের পাশে থাকবে।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট (ইউএনও) কে.এম. আল-আমীন বলেন, অশ্লীল নৃত্য প্রর্দশনের অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে শাস্তি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে দোহার থানা ওসি সিরাজুল ইসলাম শেখ প্রতিদিনের সংবাদকে বলেন, অশ্লীল নৃত্য প্রর্দশনের অভিযোগে অভিযান চালিয়ে সব ভেঙে দেওয়া হয়েছে। বুধবার সকালে সাজাপ্রাপ্ত শিরজন মোল্লাকে জেল হাজতে পাঠানো করা হয়েছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নুরুল্লাহপুর মেলা,অশ্লীল নৃত্য,মঞ্চ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist