reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জানুয়ারি, ২০১৮

এবার ছিনতাইকারীর গাড়ির চাপায় প্রাণ গেল নার্সের

এবার ছিনতাইকারীদের গাড়ির নীচে পড়ে প্রাণ গেল এক নার্সের। তার নাম- হেলেনা বেগম। তিনি ধানমণ্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স। ওই মেডিকেল কলেজের কোয়ার্টারেই তিনি থাকতেন। জানা যায়, প্রাইভেটকারে আসা ছিনতাইকারীর দল ওই নার্সের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার জন্য টান দিলে পড়ে যান তিনি। ওই সময় সেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ওই নার্স। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ধানমণ্ডি ৭ নম্বর সড়ক এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত গতবছর নভেম্বর মাসে মতিঝিলে হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রিকশা থেকে পড়ে আহত হন এফবিসিসিআইর এক নারী কর্মকর্তা। আর ডিসেম্বরে দয়াগঞ্জে এক ছিনতাইকারী টান দিয়ে রিকশাআরোহী এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় তার কোল থেকে পড়ে মৃত্যু হয় তার ৫ মাসের ছেলের।

ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম জানান,বরিশালে ছুটি কাটিয়ে শুক্রবার ভোরে স্বামী মনিরুল ইসলামের সঙ্গে লঞ্চে করে ঢাকায় ফেরেন হেলেনা। সদরঘাট থেকে বাসে করে ধানমণ্ডি ৭ নম্বর রোডে নেমে রাস্তা পার হওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন চল্লিশোর্ধ হেলেনা। মনিরুলের বরাত দিয়ে পরিদর্শক পারভেজ বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা হেলেনার ব্যাগ ধরে টান দেয়। হেঁচকা টানে বেসামাল হেলেনা সামনে পড়ে যান এবং তার ওপর দিয়েই গাড়ি চালিয়ে চলে যায় ছিনতাইকারীরা।

প্রাইভেটকারের পেছনের চাকা হেলেনার মাথার উপর দিয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রাণ গেল নার্সের,ছিনতাইকারী,গাড়ির নীচে প্রাণ গেল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist