কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০১৮

কোটালীপাড়ায় ডিবি পরিচয়ে ছিনতাই, গ্রেফতার ৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডিবি পরিচয়ে টাকা ছিনতাই করে পালানোর সময় ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।বৃহম্পতিবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার বহড়াবাড়ি গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ সেট হাতকড়া, ডিবি লেখা ২টি কোটি পোষাক, ১টি ওয়াকিটকি, ছিনতাইয়ের ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঘটনা সম্পর্কে জানা যায়, ছিনতাইয়ের শিকার বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের গৃহবধূ খাদিজা বেগম (৫২) বলেন, তিনি এবং তার ছেলে কায়েছ হাওলাদার (৩০) বাড়ির নির্মাণ সামগ্রী কিনতে নগদ ৮০ হাজার টাকা নিয়ে দুপুরে বাড়ি থেকে বের হই। পরে দুপুর ১ টার দিকে সোনালীব্যাংক টরকি বন্দর শাখা থেকে আরো ২ লাখ উত্তোলন করি। মোট ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি নির্মাণ সামগ্রীর রড সিমেন্ট কিনতে ভুরঘাটার উদ্দেশে রওনা হই। পথিমধ্যে একটি মাইক্রোবাস আমাদের গতিরোধ করে সামনে এসে দাঁড়ায়। তারা ডিবি পরিচয় দিয়ে টেনেহিঁচড়ে জোর করে আমাদের মাইক্রোতে তোলে। মাইক্রোতে তুলে চোখ বেঁধে ছিণতাইকারীরা টাকা ছিনিয়ে নেয়। পরে কোটালীপাড়ার পীড়ারবাড়ীতে মাইক্রো থেকে আমাদের ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।

ঘটনাটি এলাকাবাসীকে জানালে তারা ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামর ফারুক বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ওই রাস্তা দিয়ে বের হওয়ার আগে বিভিন্ন মোড়ে ব্যারিকেট স্থাপন করি। ছিনতাইকারীরা বহড়াবাড়িতে পুলিশের ব্যারিকেট দেখে ছিনতাইকারীরা মাইক্রো থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের আটক করে।

তিনি আরো বলেন, ছিনতাইকারীদের কাছ থেকে হাতকড়া, ডিবির পুলিশের পোশাক, ওকিটকি ও ছিনতাইয়ের ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে কোটালীপাড়ায় থানায় মামলা দায়ের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

গ্রেফতারকৃতরা হলেন : মাদারীপুর জেলার উত্তর দুধখালী গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে সিরাজ হাওলাদার (৩৮), একই গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৮), মাদারীপুর জেলার শিবচরের জাহাঙ্গীর ফরাজীর ছেলে নাসের ফরাজি (৩২), শরিয়াতপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পুঠিজুড়ি গ্রামের মজিদ হাওলাদারের ছেলে আলম হাওলাদার (৩৯) ও নীলফামারী জেলার ডুমার উপজেলার চিকল গ্রামের ছলেমান আলীর ছেলে মোঃ রানা (২৭)।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিবি পরিচয়,ছিনতাইকারী,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist