reporterঅনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট, ২০২০

জাতীয় শোক দিবস ঘিরে কড়া নিরাপত্তা

জাতীয় শোক দিবস ঘিরে ঢাকা মহানগরী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিশেষ করে ধানমণ্ডি ৩২ নম্বর এবং বনানী কবরস্থান ঘিরে রয়েছে বাড়তি ব্যবস্থা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার সাথে উদযাপিত হবে। আর এ কারণে পুলিশ সার্বিক দিক বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

নিরাপত্তার অংশ হিসাবে শুক্র থেকে শনিবার পর্যন্ত ধানমণ্ডি ৩২ ও বনানী কবরস্থান সংলগ্ন এলাকায় অবস্থিত হোটেল, গেস্ট হাউজ বন্ধ থাকবে এবং মেসগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে উস্কানিমূলক পোস্ট, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার বিষয়েও কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে সতর্ক করছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানকেন্দ্রিক অনুষ্ঠানস্থল ও তার আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।

এছাড়া পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট দিয়ে সুইপিং করানোর পাশপাশি ধানমন্ডি লেকে নৌ পুলিশের টহলও থাকবে।

নিরাপত্তা নিশ্চিত করতে ধানমন্ডি ৩২ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা প্রত্যেক ব্যক্তিকে হ্যান্ড মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশির পর আর্চওয়ে দিয়ে ঢুকতে হবে।

একইভাবে বনানী কবরস্থানেও আর্চওয়ে, চেকপোস্ট থাকবে এবং সবাইকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে হবে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে ব্লক রেইড, চেকপোস্টের কার্যক্রম চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কড়া নিরাপত্তা,জাতীয় শোক দিবস,১৫ আগস্ট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'WHERE news_id=228777' at line 3
Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '228777' for key 'news_hits_counter.news_id'