reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০১৭

ঢাবিতে ১২তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব

ঢাবির থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনা ও প্রযোজনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসব শুরু হতে যাচ্ছে। কাল সোমবার সন্ধ্যায় ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ১২তম ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক কেন্দ্রীয় নাট্যেৎসব শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান নাট্যোৎসবের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন আসাদুজ্জামান নূর।

ঢাবির থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আহমেদুল কবির জানান, এবার উৎসবটি এক দশক পূর্ণ করতে যাচ্ছে। প্রতি বছরই এই নাট্যোৎসবকে ঘিরে ঢাবি শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য কাজ করে। এবারো উৎসবটি যেন প্রাণবন্ত হয়ে উঠে সবাই চেষ্টা করে যাচ্ছেন।

এবারের উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সৈয়দ ওয়ালীউল্লাহ, আহমদ ছফা, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিম আল দীন, আব্দুল্লাহ আল মামুন, বাদল সরকার, মমতাজউদ্দিন আহমদ প্রমূখ বাংলা সাহিত্যের কালজয়ী লেখকের সাহিত্যকর্মের নাট্যরূপ উপস্থাপিত হবে। এবারের উৎসবের স্লোগাণ ঠিক করা হয়েছে- ‘আমরা ফুরিয়ে যাই তোমাদের তরে অফুরান হতে’।

এ বছর ঢাবি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ দুই দশক পেরিয়ে তিন দশকের কোঠায় পদার্পণ করেছে। এই বিভাগের ব্যবস্থাপনা ও প্রযোজনায় ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসবও এক দশক পূর্ণ করেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি,ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক নাট্যোৎসব,নাট্যোৎসব,থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist