reporterঅনলাইন ডেস্ক
  ১৪ নভেম্বর, ২০১৭

চারুকলায় জাতীয় নবান্ন উৎসব কাল

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ শ্লোগানে ১৯তম জাতীয় নবান্ন উৎসব-১৪২৪ উদ্যাপিত হবে কাল বুধবার পহেলা অগ্রহায়ণ। উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের সংগঠক একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক তোয়াব খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলা ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চের দিনভর আয়োজনে সহযোগিতা করছে ল্যাবএইড ফাউন্ডেশন। সকাল ৭টা ১ মিনিটে বাঁশির সুরের মুর্ছনায় উৎসবের সূচনা হবে চারুকলার বকুলতলায়। সকাল ৯টায় সেখান থেকেই বের হবে নবান্ন শোভাযাত্রা। মধ্যাহ্ন বিরতির পর বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত একযোগে উৎসব চলবে চারুকলা ও রবীন্দ্র সরোবর মঞ্চে।

শোভাযাত্রার পর উৎসব প্রাঙ্গণে ‘নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। আর্ট ক্যাম্পে প্রবীণ শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আবদুল মান্নান, আবদুশ শাকুর শাহসহ ২০ জন বিশিষ্ট চিত্রশিল্পী অংশ নেবেন। উৎসব অঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে ল্যাবএইড। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম। উপস্থিত ছিলেন পর্ষদের চেয়ারপারসন লায়লা হাসান, কো-চেয়ারপারসন কাজী মদিনা, ল্যাবএইডের কর্পোরেট কমিউনিকেশন প্রধান সাইফুর রহমান লেনিন প্রমুখ।

উৎসবে নবান্ন কথন ছাড়াও রাজধানী ঢাকার ৪৭টি দলের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও যন্ত্রসঙ্গীত এবং মানিকগঞ্জের চান মিয়ার দলের লাঠিখেলা, খুলনার দলের ধামাইল গান ও আদিবাসী গারোদের ওয়ানগালা নৃত্য পরিবেশিত হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নবান্ন উৎসব,চারুকলা,এসো মিলি সবে নবান্নের উৎসবে,জাতীয় নবান্ন উৎসব-১৪২৪
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist