reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

ঢাকার মঞ্চে আগামীকাল যযাতি’র প্রদর্শনী

ঢাকার প্রথম সারির নাট্যদল সময় প্রথমবারের মতো ঢাকার মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘যযাতি’। আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে। প্রখ্যাত নাট্যকার গিরিশ কারনাডের ‘যযাতি’ নাটকটির ভাষান্তর করেছেন সলিল চৌধুরী। নির্দেশনায় রয়েছেন আকতারুজ্জামান। এরআগে গত বছর নাটকটি ‘অণীক’ আয়োজিত ১৮তম ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ’ একটি আন্তর্জাতিক প্রদর্শনী হয়েছিল।

এ নাটক প্রসঙ্গে নির্দেশক আকতারুজ্জামান বলেন, ‘যযাতি আমাদের অজ্ঞাত অতীতের একটি খন্ড কাহিনি। অতীতের দর্শনেচ্ছু সেই পর্যটক, যিনি পথ ভুলে এক অজ্ঞাত সংস্কৃতির সমাধি ক্ষেত্রে এসে পড়েন, বর্তমানের শ্রবণ ইন্দ্রিয়র সাহায্যে বিগত কালের প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন। আমরা যেন স্বপ্নজীবী নদীর কিনারায় বসে নদীর জলে বিচিত্র লীলা নিরীক্ষণ করছি।

যযাতি নাটকের গল্পে দেখা যাবে, আমাদের অজ্ঞাত অতীতের একটি খণ্ড কাহিনী। অতীতের দর্শনেচ্ছু সেই পর্যটক, যিনি পথ ভুলে এক অজ্ঞাত সংস্কৃতির সমাধিক্ষেত্রে এসে পড়েছেন। বর্তমানের শ্রবণ ইন্দ্রিয়র সাহায্যে বিগত কালের প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন। আমরা যেন স্বপ্নজীবী নদীর কিনারায় বসে নদীর জলে বিচিত্র লীলা নিরীক্ষণ করছি। নদীপ্রবাহের এই অপবর্তন ও পরাবর্তন দৃষ্টিরই পরিণাম। এই সবকিছুকেই সত্যরূপে স্বীকার করার মধ্যেই রয়েছে আনন্দ, রসানুভূতি। তারপরও নদীর তলদেশকে যথাযথভাবে দেখতে চাইলে প্রয়োজন আপন করার প্রতিবিম্বন। সেই সত্যের প্রকাশই জীবন। যে জীবন এখানে দেখা যায়, তা পৌরাণিক তথা নাটক।

পঙ্কজ নিনাদের মঞ্চ পরিকল্পনায় নাটকটির আবহসংগীত পরিকল্পনা করেছেন ইউসুফ হাসান অর্ক। পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফকরুল ইসলাম, রুমা, মানসুরা আক্তার লাভলী, আবদুল্লাহেল বারী, সুনিতা বড়ুয়া ও ইশরাত নিগার লাজ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যযাতি,নাট্যদল সময়,যযাতি নাটক,সলিল চৌধুরী,আকতারুজ্জামান,শিল্পকলা একাডেমি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist