জাবি প্রতিনিধি

  ১৮ আগস্ট, ২০১৭

শনিবার জাবিতে ‘চিরকুট’র ‘গল্প নিয়ে গল্প’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাহিত্য সংগঠন ‘চিরকুট’-এর আয়োজনে শনিবার বিকেলে অনুষ্ঠিত হচ্ছে ‘গল্প নিয়ে গল্প’ শীর্ষক সাহিত্য আড্ডা। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ১০৩ নং কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, বাংলা বিভাগের অধ্যাপক কবি খালেদ হোসাইন, অধ্যাপক নাহিদ হক, অধ্যাপক শামীমা সুলতানা, সহযোগী অধ্যাপক কবি হিমেল বরকত, সহযোগী অধ্যাপক ফারহানা আখতার, দর্শন বিভাগের সভাপতি মুহাম্মদ তারেক চৌধুরী থাকবেন বলে জানা গেছে।

এতে আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান, মোজাফ্ফর হোসেন। আরো থাকছেন গল্পকার অলাত এহ্সান, মাহবুব ময়ূখ রিশাদ, হামিম কামাল, ভাস্কর চৌধুরী; কবি আশরাফ জুয়েল, পলিয়ার ওয়াহিদ, মঈন মুনতাসির, রাসেল রায়হান, জব্বার আল নাঈম সহ অন্যান্য।

চিরকুটের সাধারণ সম্পাদক হাসানুজ্জামিল মেহেদী বলেন, বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন হিসেবে চিরকুট বরাবরই ক্যম্পাসের নবীন লেখকদের লেখালেখির মান উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকে, সাহিত্যের পাঠকদের জন্যেও বছরজুড়ে থাকে বিভিন্ন অনুষ্ঠান। এর মাধ্যমে প্রথিতযশা কবি সাহিত্যিকদের সান্নিধ্যে এসে পাঠক এবং নবীন লেখকরা উৎসাহ পায়। এরই ধারাবাহিকতায় চিরকুটের এবারের আয়োজন ‘গল্প নিয়ে গল্প’। এতে আলোচনা এবং পাঠকের সাথে গল্প করবেন এই সময়ের শক্তিমান কয়েকজন গল্পকার।

এই অনুষ্ঠানটি সিরিজ আকারে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে, ভিন্ন ভিন্ন আয়োজনে আলোচনা করবেন ভিন্ন ভিন্ন লেখক। এর মাধ্যমে এই সময়ের শক্তিমান লেখকদের লেখা সম্পর্কে এবং তাদের ভাবনা সম্পর্কে যেমন জানতে পারবে পাঠকরা তেমনি নবীন লেখকরা পাবে দিকনির্দেশনা এবং উৎসাহ যা তাদের লেখার মানউন্নয়নে সহায়ক হবে বলে আশা রাখি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চিরকুট,গল্প নিয়ে গল্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist