reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মে, ২০১৭

এবার যারা পেলেন অনন্যা শীর্ষদশ সম্মাননা

প্রতি বছরের ন্যায় এবারও অনন্যা শীর্ষদশ- ২০১৬ সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া ১০ নারীকে উত্তরীয় পরিয়ে সম্মাননা পদক ও সনদ হাতে তুলে দেন অতিথিরা। এই সময় জঙ্গিবাদ সমস্যা নিয়ে সবাইকে সমস্বরে কথা বলার আহ্বান জানান মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রওনক জাহান ও কাজী রোজী এমপি। এতে সভাপতিত্ব করেন পাক্ষিক অনন্যার সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেন। প্রসঙ্গত ১৯৯৩ সাল থেকে পাক্ষিক অনন্যা এই সম্মাননা দিচ্ছে। প্রতি বছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে বছরের আলোচিত ১০ জন নারীকে এই সম্মাননা দেওয়া হয়। এবার অনন্যা শীর্ষদশ সম্মাননা পেয়েছেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দ্বিতীয়বার নির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সিরাজ, অভিনেত্রী সাবেরী আলম মোতাহের, শোলাশিল্পী মাগুরার নিশা রানী মালাকার, প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধিকার কর্মী বাসন্তী মুরমু, মুক্তিযুদ্ধ গবেষক সুরমা জাহিদ, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং নওগাঁর ঘোড়সওয়ার তাসমিনা আক্তার।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনন্যা,শীর্ষদশ সম্মাননা,এবার যারা পেলেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist